শনিবার, ২১ মে ২০২২, ০২:৫৩ পূর্বাহ্ন
বীর মুক্তিযোদ্ধা চাকসুর সাবেক জিএস ও রাজনীতি বিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা গোলাম জিলানী চৌধুরীর নামাজে জানাজা আজ সকাল ১১ টায় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয় ।উক্ত নামাযে জানাযায় সাবেক ও বর্তমান চাকসু ভিপি গণসহ এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী বৃন্দ জানাজায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর সন্ধ্যার পর ঢাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
রাজনীতি বিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চাকসু ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী,চাকসু ভিপি মোঃ নাজিম, সহ-সভাপতি নুরুল আরসাদ চৌধুরী, মোঃ ছগির, আহমেদ মোঃ জাকির ও সাধারণ সম্পাদক নাসিমুল গণি,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক এনায়েত উল্লাহ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক কাজী জসিম সহ প্রমুখ নেতৃবৃন্দ নামাজে জানাজায় অংশগ্রহণ করেন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে মরহুমের প্রতি রাজনীতি বিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশন তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানান। তারা এক বিবৃতিতে মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য নামাজে জানাজা শেষে মরহুমের লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply