মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন
বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক কর্তৃক দি এশিয়া ফাউন্ডেশন এর আর্থিক সহয়োগীতায় চট্রগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলার আওতাধীন বাশখাঁলী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ ও বোয়ালখালী, কর্ণফূলী উপজেলা ও সংশ্লিষ্ট থানায় বাস্তবায়িত সংশপ্তক – পিস প্রকল্পের “উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ” ১২ সেপ্টেম্বর ,২০২১ এশিয়ান এস আর হোটেল, চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার, – বিজয় বসাক বিপিএম, পিপিএম (বার) । সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রমে ফ্যাসিলিটেটর হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দি এশিয়া ফাউন্ডেশন ,বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার(এম এন্ড ই) জয়নাল আবেদীন, প্রোগ্রাম ইম্পিøমেন্টেশন কোঅর্ডিনেটর ফাবিয়া ফিরোজ ,চট্টগ্রামে নিয়োজিত প্রোগ্রাম অফিসার মোঃ নাসির উদ্দিন । সংশপ্তক-পিস প্রকল্পের ট্রেনিং এন্ড প্রজেক্ট অফিসার শবনম মোস্তারী সমন্বয়ে আয়োজিত প্রশিক্ষনে স্বাগত বক্তব্য রাখেন সংশপ্তক-পিস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন – উগ্রবাদ প্রতিহতকরণে কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে । পাশাপাশি কমিউনিটি পুলিশিং ফোরামে নারী সদস্যদের অংশগ্রহন বাড়াতে হবে । কমিউনিটি পুলিশ ফোরামের সক্রিয় অংশগ্রহন ও সমন্বয়ের মাধ্যমে সমাজে একটি সুন্দর এবং শান্তি পূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে । প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন সংশপ্তকের ফিন্যান্স ম্যানেজার সাইফুল ইসলাম মুন্না ,প্রোগ্রাম ম্যানেজার জয়নাব বেগম মিতু, উপজেলা সমন্বয়কারী মোমেনা আক্তার সাথী । প্রশিক্ষণে বায়েজিদ ২নং ও পাচলাইশ ৩ নং ওয়ার্ড এবং খুলশী ১৩ নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা অংশগ্রহন করেন ।
Leave a Reply