রবিবার, ০৩ জুলাই ২০২২, ১১:২৬ অপরাহ্ন
করোনা ভাইরাস (২য় দফা) সচেতনের লক্ষ্যে নভেম্বর মাসে ১ তারিখ থেকে এই পর্যন্ত (চলমান) শিকারপুর ইউনিয়ন কুয়াইশ ৮নং ওয়ার্ডের জনগণকে সচেতন করার জন্য মসজিদ, মন্দির, কমিউনিটি সেন্টার, মজুমাস্টার, আতর আলী সড়ক, কুয়াইশ কলেজ গেইট, মাজার গেইট, হাবিলদার ইয়ার মুহাম্মদ সড়ক, দক্ষিণ কুয়াইশ, গোলাপের ঘাটা, বুট স্কুল, গোলান গাছতল, ধুপপুল, কাপ্তাই রোডসহ রাস্তায় সিএনজি ড্রাইবার, রিকশার ড্রাইবারদের মাঝে শিকারপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও কুয়াইশ ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এম লোকমান হাকিম ব্যক্তিগতভাবে নিজ অর্থায়নে জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন। জনগণকে সচেতন করার লক্ষ্যে এলাকায় লিফলেট বিতরণ ও ব্যানার লাগানো হয়েছে। মাস্ক লাগানোর সহযোগিতা করেছেন সাবেক ছাত্রনেতা নুরুদ্দিন, আব্দুস ছবুর, রুবেল, ইয়াসিন মাইজভাণ্ডারী, মো: রুবেল, সামাজিক ধর্মীয় সংগঠণ কুয়াইশ গাউসিয়া সমাজ কল্যাণ পরিষদ, আশেকানে মাইজভাণ্ডারী কমিটি এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
Leave a Reply