রবিবার, ০৩ জুলাই ২০২২, ১১:৩৫ অপরাহ্ন
নগরের বিভিন্ন এলাকায় ফুটপাতে ঘুমানো ছিন্নমূল মানুষদের শীতবস্ত্র বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে নগরের কাজীর দেউড়ি, জিইসি মোড়, পাঁচলাইশ, মুরাদপুর, অক্সিজেন, ও সিআরবি এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু হাসান সিদ্দিক, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব চক্রবর্তী এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ডিসি স্যারের নির্দেশে ছিন্নমূল ও ভ্রাম্যমাণ মানুষদের কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতার্তদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply