শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম

প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহজ শর্তে ঋণ বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হবে

দাতাসংস্থা সিডিডি ও সিবিএমের সহযোগিতায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) পরিচালিত পিএইচআরপিবিডি প্রকল্পের আওতায় বিগত ২২ ডিসেম্বর ২০২০ দেওয়ানবাজারস্থ সংস্থার প্রধান কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহজশর্তে ঋণ প্রাপ্তি বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন) মো: ওয়াহীদুল আলম, জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক কবি সাঈদুল আরেফীন, সহকারী পরিচালক মো: শহীদুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমান, প্রকল্পের সিএইচডিআরপি কল্লোল কান্তি দাশ, সিএম মো: রুবেল, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন এপেক্স বডির সভাপতি মো: নূরে আলম শাওন, সাধারণ সম্পাদক শীলা দত্ত, অর্থসম্পাদক পিংকী চৌধুরী সাধারণ সদস্য অভি ধর, ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতেই পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোকপাত করেন এপেক্স বডির সভাপতি নূরে আলম শাওন। তিনি বলেন, সিডিডি ও সিবিএমের সহযোগিতায় পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, সরকারী বিভিন্ন সুবিধাতে অন্তর্ভূক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে এ এপেক্স বডি।

এরপর বক্তব্য রাখেন জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, তিনি বলেন- বিগত ২০১০ সাল থেকে ৩৩ নং পাথরঘাটা ও ৩৪ নং ফিরিঙ্গীবাজার প্রতিবন্ধিতা ইস্যুতে নানামূখী কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও আয়বর্ধনমূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য আর্থিক অনুদান এবং ঋণ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সহজশর্তে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ঋণের ব্যবস্থা করা যায় তবে অবস্থা ও অবস্থানের ইতিবাচক পরিবর্তন ঘটানো সম্ভব। আমাদের প্রত্যাশা থাকবে সমাজসেবা কার্যালয় এ বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করবে।

প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক শহীদুল ইসলাম বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের ঋণ বিতরণে সমাজসেবা থেকে উদ্যোগ গ্রহণ করা হবে। তবে ঋণ প্রাপ্তির পর তা আয়বর্ধনমূলক কাজে ব্যবহার করে এবং ঋণ সঠিক সময়ে ফেরত দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে এ সংক্রান্ত যে কোন সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা সবসময়ই চাই প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থা ও অবস্থানের পরিবর্তন ঘটুক এবং ন্যায্য ও সমান অধিকার নিয়ে আমাদের সাথেই বসবাস করুক।”

খবরটি অন্যদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved dainikshokalerchattogram.com
Design & Developed BY ThemesBazar.Com