সোমবার, ০৪ জুলাই ২০২২, ১২:১২ পূর্বাহ্ন
শিক্ষা ও শিক্ষক আন্দোলনের অকুতোভয় নেতা বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাবেক সহ-সভাপতি চট্টগ্রাম আঞ্চলিক শাখা ও কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা এবং চট্টগ্রাম জেলা শিক্ষক কল্যাণ সমিতির সাবেক সভাপতি ১২ ডিসেম্বর ২০২০, শনিবার, সন্ধ্যা ৬ টায়, বার্ধক্যজনিত রোগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম তথা বাংলাদেশের শিক্ষক সমাজের শোকের ছায়া নেমে আসে। শিক্ষক নেতা শ্রী অসিত কুমার লালার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি, কেন্দ্রিয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বজলুর রহমান মিয়া ও কাউছার আলী শেখ, চট্টগ্রাম আঞ্চলিক শাখার উপদেষ্টা শান্তি রঞ্জন চক্রবর্ত্তী, বাদল চন্দ্র সিকদার, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহ, সহ-সভাপতি মোঃ গোলামুর রহমান, মোঃ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, যুগ্ম সম্পাদক শিমুল মহাজন, মোঃ আলতাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব কুসুম চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক কৃষ্ণ শেখর দত্ত, সাংস্কৃতিক সম্পাদক বিচিত্রা চৌধুরী, মহিলা সম্পাদিকা মনিকা সেন, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি রনজিৎ কুমার নাথ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নুরুল হক ছিদ্দিকী ও প্রদীপ কানুনগো, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি ও তাপস চক্রবর্ত্তী, কক্সবাজার জেলা শাখার সভাপতি মজিবুল হক, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি রণতোষ মল্লিক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষক নেতা কানাই লাল বিশ্বাস, বাশিস বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও মাহমুদুল হক, অফিস সুপারিনটেন্ডট সন্তোষ দাশ, শিক্ষক সমবায় কল্যাণ সমিতির হিসাব রক্ষক যীশু দাশ, পলাশ দত্ত প্রমুখ।
১৯৯২ সনে রাউজান উপজেলায় গশ্চি উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক আজাদী’র প্রথিতযশা সাবেক সম্পাদক মরহুম অধ্যাপক খালেদ, অসিত কুমার লালাকে শিক্ষক বন্ধু উপাধিতে ভূষিত করেন।
Leave a Reply