শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন
নগরীর বন্দর থানাধীন পোর্ট কানেকটিং রোড ও আগ্রাবাদ বাদমতলী মোড়ে আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করে ৯ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু ও ২৪ হাজার টাকা জরিমান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিক স্পেশাল ম্যাজিষ্ট্রেট (যুগ্ম ও জেলা দায়রা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অভিযানে পোর্ট কানেকটিং রোডে অবৈধ গাড়ী, কন্টেইনার বাহী রলি, ফুটপাতে পাকিং ও আগ্রাবাদ বাদমতলী মোড়ে রাস্তার জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করায় তা উচ্ছেদ করে জরিমান করা হয়। অভিযানে কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়হতা করেন।
Leave a Reply