রবিবার, ০৩ জুলাই ২০২২, ১১:০৫ অপরাহ্ন
পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ও উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের সমন্বয়ে । আজ চট্টগ্রাম মহানগর ও জেলায় অবস্থিত তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযানে চট্টগ্রাম মহানগরের সীমানার অভ্যন্তরে উত্তর কাট্টলী কেএমএল ব্রিকস, সীতাকুন্ড লতিফপুর অবস্থিত এমআরএস ব্রিক্সস ও জঙ্গল সলিমপুরর আব্দুস সোবাহান ব্রিক্সস এই তিনটি ইটভাটার চিমনি ও কিলন সম্পূর্ণরুপে উচ্ছেদ করা হয়েছে। এই ছাড়া ফায়ার এছাড়া ফায়ার সার্ভিস এর সহায়তায় আব্দুস সোবহান ব্রিকস এর আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে দেওয়া হয়েছে। পিডিবি ফৌজদারহাটের সহায়তায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই অভিযানে স্কেবেটর অন্য যন্ত্রাদি দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহায়তা করেন। র্যাব-৭ মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ টিম আইনশৃঙ্খলার নিয়ন্ত্রনে সহায়তা করেন । অভিযানকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পক্ষে মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লা নুরী, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসাইন , উপপরিচালক জহির উদ্দিন, চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, চট্টগ্রাম নগর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুন ফেরদৌসী চট্টগ্রামে জেলা প্রশাসনের পক্ষে সহকাবি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক , উপকূলীয় বন বিভাগের পক্ষে সহকারী বন সংরক্ষক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
Leave a Reply