রবিবার, ০৩ জুলাই ২০২২, ১১:২৮ অপরাহ্ন
বৃক্ষমেলার মাধ্যমে নতুন নতুন বনজ, ফলজ ও ঔষুধী গাছের সাথে আমাদের পরিচিতি হতে হবে। জলবায়ু পরির্বতনের প্রভাব থেকে দেশকে রক্ষায় বৃক্ষরোপনে নিজে এবং সন্তানকে উৎসাহিত করতে হবে । আশা করি বনায়নের আমাদের লক্ষমাত্রা অর্জিত হবে। সংরক্ষিত ১৮ ভাগ এক্সকোসিভ বনায়ন করতে পারলে আগামী প্রজম্মের জন্যে বাসযোগ্য উন্নত টেকসই সমৃদ্ধ বাংলাদেশ রেখে যেতে পারব। অংশিদারেত্বে মাধ্যমে ২০৪১ সালের আগে এসডিজি বাস্তবায়নে সামাজিক বানায়ন গতিশীল করতে হবে। বনায়নে যারা বিশেষ করে পিছিয়ে পড়া প্রান্তিক চাষীরা যেন লাভ হয় তা আমরা সরকারের সাথে জড়িতরা তাদের দেখতে হবে। ছাদে বাগান করতে উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
গত শনিবার বিকালে চট্টগ্রাম উত্তর বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত জেলা প্রশাসনের সহযোগিতায় বৃক্ষরোপন অভিযান ,বনজ ও ফলদ বৃক্ষমেলা -২০১৯ “শিক্ষায় বন প্রতিবেশ,আধুনিব বাংলাদেশ ” শ্লোগান নিয়ে লালদিঘীর মাঠে ১৫দিন ব্যাপি বৃক্ষমেলা অতিরিক্ত জেলা প্রশাসক সভাপতিত্বে উদ্ভোধন করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ , চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড.জগলুল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো:বখতিয়ার নুর সিদ্দিকি ,ধন্যবাদ জ্ঞাপন কওে বক্তব্য রাখে চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ গিয়াস উদ্দীনসহ বনবিভাগ ওসরকারী উদ্ধতন কর্মকর্তা।
Leave a Reply