সোমবার, ০৪ জুলাই ২০২২, ১২:৫৩ পূর্বাহ্ন
কুমিল্লার দেবীদ্বারে একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত আরও দু’জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়। এছাড়া স্থানীয় জনগণের গণপিটুনিতে নিহত হয়েছেন ঘাতক মোখলেছও।
এ বিষয়ে কুমিল্লা স্পেশাল ব্রাঞ্চের (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান বলেন, সকালে রিকশাচালক মোখলেছ (৩৫) রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে একজন অটোরিকশা চালকের সঙ্গে কথা কাটাকাটি করে বাড়িতে ফিরে আসেন। এসে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে একটি দা নিয়ে বের হয়ে যান।
পরে রাস্তায় দু’জন নারী ও একজন শিশুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এতে আরও দু’জন আহত হন। এসময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিলে মারা যান মোখলেছ। পরে আহত দু’জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আরেক নারীর মৃত্যু হয়।
ঘাতক মোখলেছ একজন মানসিক রোগী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
Leave a Reply