সোমবার, ০৪ জুলাই ২০২২, ১২:৪৩ পূর্বাহ্ন
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন তিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানসহ ৫ ঊর্ধ্বতন কর্মকর্তা।
কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
পরিদর্শনকালে তারা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও কর্মপন্থা নির্ধারণ করবেন।
জানা যায়, আইজিপি, বিজিবি প্রধান, র্যাব প্রধান, এসবি প্রধান
মঙ্গলবার সকালে বিমানে কক্সবাজার পৌঁছাবেন। আর ডিআইজি সোমবার রাতেই সড়ক পথে কক্সবাজার পৌঁছাবেন।
প্রসঙ্গত, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের চারপাশে ঘেরা বেড়া বা সীমানা প্রাচীর না থাকায় শরণার্থীরা ক্যাম্প থেকে বের হয়ে
বিভিন্নস্থানে ছড়িয়ে পড়ছে। জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। এতে উদ্বেগ-উৎকন্ঠা বাড়ছে স্থানীয়দের।
Leave a Reply