রবিবার, ০৩ জুলাই ২০২২, ১১:০৪ অপরাহ্ন
চট্টগ্রাম পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। শনিবার রাতে নগরীর লালখান বাজারের মতিঝরণা এলাকায় অভিযানের পর আজ রবিবার (৭ জুলাই) নগরীর খুলশী থানাধীন জালালাবাদ হাউজিং সংলগ্ন মধুশাহ পাহাড়ে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বর্তমানে মধুশাহ পাহাড়ে অভিযান চালানো হচ্ছে। ওই পাহাড়ে ৩৪টি ঝুঁকিপূর্ণ বসতঘর চিহ্নিত করেছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি। আজ অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে।’
এখন পর্যন্ত কয়টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টা থেকে আমরা অভিযান শুরু করেছি। আর অল্প কয়েকটি স্থাপনা উচ্ছেদ বাকি আছে। ওই সব বসতঘর উচ্ছেদ করতে আরও ঘণ্টা খানেক সময় লাগবে। আমরা সবগুলো ঘর একেবারে গুঁড়িয়ে দিচ্ছি। ৩৪ ঝুঁকিপূর্ণ বসতঘরে প্রায় তিনশ’ লোক বসবাস করে। এসব বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।’
এদিকে তিন নম্বর সতর্ক সংকেত কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ের জন্য নগরীতে ৮টি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। তাদের এসব কেন্দ্রে আশ্রয় নিতে মাইকিং করা হচ্ছে।
আশ্রয়কেন্দ্র গুলোর মধ্যে রয়েছে- নগরীর পাহাড়তলি বালিকা উচ্চ বিদ্যালয়, ফিরোজ শাহ ই ব্লক স্কুল, চট্টগ্রাম মডেল হাই স্কুল, জালালাবাদ বাজার সংলগ্ন শেড, আল হেরা ইসলামিয়া মাদ্রাসা, রৌফাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দাবাদ স্কুল।
ফোরকান এলাহী অনুপম বলেন, ‘শনিবার রাত ১টা দিকেও আমরা মতিঝরণা এলাকার পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিয়েছি। আজও ওইসব এলাকায় মাইকিং করা হচ্ছে। তাদের আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। তাদের জন্য পর্যাপ্ত শুকনা খাবার ও পানি মজুত রয়েছে।
Leave a Reply