রবিবার, ০৩ জুলাই ২০২২, ১০:৫০ অপরাহ্ন
পটিয়া উপজেলার কমল মুন্সির হাট এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
বুধবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সংগধর বড়ুয়া (৭০) ও সিএনজি অটোরিকশার চালক উত্তম বড়ুয়া (৪৩), নিহত দুই জনের বাড়ি সাতকানিয়ায় উপজেলার শীলঘাটা এলাকায়।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কমলমুন্সির হাট এলাকায় সিএনজি অটোরিকশা ও শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো ১৫-১৭৫৩) বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুইজন জন নিহত হয়েছেন।
তিনি আরো বলেন সিএনজি অটোরিকশাটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল বলে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
Leave a Reply