রবিবার, ০৩ জুলাই ২০২২, ১১:১৫ অপরাহ্ন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শিল্পের উন্নয়নকল্পে গৃহিত অন্যতম বৃহৎ প্রকল্প আনোয়ারা-২ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সরকার কর্র্তৃক আনোয়ারা এলাকার অনেক জমি নির্ধারিত মূল্যে অধিগ্রহণ কার্যক্রম চলছে। এ অবস্থায় আনোয়ারা উপজেলাধীন ১নং বৈরাগ নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আহমদ নবী নামক এক অসহায় কৃষক ৩ জুলাই বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাবে উপস্থিত হয়ে অধিগ্রহণকৃত সম্পত্তির টাকা আত্মসাতের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলেন আহাম্মদ নবী তার লিখিত বক্তব্যে বলেন, সরকার কর্তৃক শিল্পের উন্নয়নকল্পে গৃহিত অন্যতম বৃহৎ প্রকল্প আনোয়ারা-২ অর্থনৈতিক অঞ্চল জোনে আমার জমিও অধিগ্রহণের আওতায় পড়েছে। যার এল.এ. মামলা নং-৩৮/২০১৭/১৮ সনে জমি অধিগ্রহণ করা হয়। সরকারের পক্ষ হইতে আমাকে ৪ ধারা, ৭ ধারা, ৮ ধারা মতে এল.এ. শাখা হইতে নোটিশ প্রদান করে। পরবর্তীতে অধিগ্রহণকৃত জমির টাকা পাওয়ার আবেদন করি এল.এ. বিভাগে। আমার বি.এস খতিয়ানের কুশিয়ার হচ্ছে ৩ (তিন) জন। ১। আব্দুল ছমদ, ২। আব্দুর বারীক, উভয়ের পিতা- আজিজুর রহমান, সর্ব সাং- ১নং বৈরাগ ইউনিয়ন, ৭নং ওয়ার্ড, উপজেলা আনোয়ারা, চট্টগ্রাম, ৩। বাঁচা মিয়া, পিতা: সিরাজুল হক, ঠিকানা ঐ। মোট জমি ৩২ শতক। জমির মালিকানা শর্ত অনুযায়ী আমাদের তিন ওয়ারিশের জমি। অধিগ্রহণকৃত জমির সরকার নির্ধারিত টাকা পাওয়ার জন্য এল.এ. শাখায় আবেদন করার পর উক্ত এল.এ. শাখার কতিপয় কর্মকর্তা সার্ভেয়ার মো: রফিক, মো: মনিরুজ্জামান, কানুনগো, এল ও নিতাই বাবু, এল.এ. বিদর্শী চাক্মা, এল.এ.এডিসি আমিরুল কায়সার এর যোগসাজশে একজনের ওয়ারিশকে প্রয়োজনীয় দলিাদি যাচাই-বাছাই না করে অনবিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীগণ টাকার লোখে আমাদের পৈত্রিক সম্পত্তি সম্পূর্ণ বে-আইনীভাবে আবদুল বারীকের ওয়ারিশকে অধিগ্রহণকৃত ও সম্পত্তির টাকা প্রদান করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে গত ০১-০৭-২০১৯ সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে মাননীয় জেলা প্রশাসক মো: ইলিয়াস হোসেনকে অবগত করতে গেলে তিনি আমাদের নাজেহাল করেন। এর পর আমাকে পুলিশ নিরাপত্তায় ডিসি অফিস থেকে এল.এ.এ ডিসি কক্ষে নিয়ে যায়। এল.এ. ডিসির কক্ষে সার্ভেয়ার, কানুনগো, এল.ও, এডিশনাল এল.এ. আমার খতিয়ানের কুশিয়ার আব্দুল বারীকের ওয়ারিশগণকে নিয়ে তারা আমার মোবাইল ফোন কেড়ে নেয় এবং আমাকে ধমক দিয়ে এল.এ. এডিসি আমিরুল কায়সার বলেন, তুমি এই সাদা কাগজে স্বাক্ষর কর, আমি স্বাক্ষর দিতে অপরাগতা প্রকাশ করলে আমাকে জেলে পাঠানোর ভয় দেখিয়ে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নেয়। আমি একজন অসহায় কৃষক, সরকার কর্তৃক আমার অধিগ্রহণকৃত জমির টাকাগুলো ফিরে পেতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।
Leave a Reply