সোমবার, ০৪ জুলাই ২০২২, ১২:৩৭ পূর্বাহ্ন
চট্টগ্রাম নগরীর মেহেদিবাগস্থ বেসরকারী হাসপাতালে সিএসসিআরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে স্টাফরা ধর্মঘট করছে । দুর-দুরান্ত থেকে আসা রোগীরা পড়েছে বিপাকে। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। হাসপাতাল কতৃপক্ষ ধর্মঘট ছেড়ে কাজে যোগদানে আহবান জানালে স্টাফরা তা প্রত্যাখান করে শ্রম আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন।
বান্দরবান থেকে আসা রোগি জান্নাতুল নাঈমের এর স্বামী মো: ইয়াছিন জানান,আমি গত সোমবার এই হাসপাতালে ভর্তি হয়েছি ভাল চিকিৎসা পাওয়ার আসায় কিন্ত সকাল থেকে শুরু হয়েছে ধর্মঘট। হাসপাতালে সকালে একজন ডাক্তার আসলে এখন ৫টা বাজে কোন ডাক্তার বা নার্স রুমে আসে নিই। সিএসসিআর হাসপাতালে সিইও ডা: সালাউদ্দীন মাহমুদ বলেন, বেতন ভাতা বৃদ্ধিও জন্যে আবেদন করেছে। কমিটি গঠন করে রিভিউ শুরু করেছি। কোন নোটিশ ছাড়া রোগিদের জিম্মি ধর্মঘটে গেছে স্টাফরা। স্টার্ফদের অনৈতিক কাজ বিশেষ করে ডাক্তারদের সিরিয়াল নেওয়া ও রোগিদের হাসপাতাল ছেড়ে যাওয়ার টাকা নেওয়া বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছি তখন তারা ধর্মঘট শুরু করল।
স্টার্ফদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply