সোমবার, ০৪ জুলাই ২০২২, ১২:৪৮ পূর্বাহ্ন
পৈত্তিক সম্পত্তি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে ভিন্নদেশী ১০লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বে প্রংসশিত হয়েছেন সেখানে নিজ দেশের নাগরিককে ভূমিদস্যু কতৃক গৃহহারা হতে দেবেনা না তা এদেশের প্রত্যেক নাগরিক ও আমি মনে প্রাণে বিশ্বাস করি । আমাদের শেষ সম্বল কেড়ে নিয়ে সর্বশান্ত করার পায়তারা করছে ভূমিদস্যুরা।
গতসোমবার দুপুরে নগরীর জামালখানস্থ একটি রেষ্টুরেন্টে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে এই সব অভিযোগ করেন নগরীর পাচঁলাইশের নাজিরপাড়া নির্বাসী ভুমির মালিক কালা মিয়া সওদাগর এর নাতি মো; সারজেন পারভেজ রুবেল ।
পুলিশের প্রসংশা করে সারজেন পারভেজ রুবেল আরো বলেন , পুলিশ সরেজমিনে তদন্ত করে আমাদের পক্ষে রিপোট দিয়েছেন তারপরও ভূমিদস্যু কামাল ও আনোয়ার গং বিভিন্ন সময় আমাদের সম্পত্তি দখলে নিতে আমাদের উপর হামলা করে । বার বার ব্যর্থ হয়ে পুনরায় আমাদের উপর হামলা ও মামলা করে জায়গা দখলের পায়তারা করছে। এমতাবস্থায় আমরা গরীব অসহায় পরিবারকে রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে কালা মিয়া সওদাগর এর পরিবারের সদস্য মুছলিমা খানম,আলহাজ আনোয়ার হোসেন, গোলাম মোস্তাফা জাভেদ,মো: জাহেদুল আলম জাহেদ,মো:পাভেল, রুমি আকতার ,র্উমি ,মো:আসিব।
Leave a Reply