সোমবার, ০৪ জুলাই ২০২২, ১২:৪১ পূর্বাহ্ন
ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন লঙ্ঘনের দায়ে চট্টগ্রামের দুই ক্যাবল অপারেটরকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে জুবলি রোডের সিসিএল ক্যাবল অপারেটরে কোনো অনিয়ম না পেলেও আগ্রাবাদের সিএমসিএল এবং বন্দরটিলার এনএসসিল ক্যাবল অপারেটরে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পারিচালনা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম জানান, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন- ২০০৬ অনুযায়ী ক্যাবল অপারেটরদের সরকার নির্ধারিত ক্রমবিন্যাস অনুযায়ী চ্যানেল সম্প্রচার করতে হয়। কিন্তু সিএমসিল ও এনএসসিল এ আইন লঙ্ঘন করায় ওই দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, বেসরকারি টিভি চ্যানেল নির্দেশিত ক্রমানুসারে সম্প্রচার করতে এবং বাংলাদেশি দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার না করতে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলো তথ্য মন্ত্রণালয়। নির্দিষ্ট সময় পার হওয়ার সোমবার এ অভিযান পরিচালনা করা হয়।
Leave a Reply