রবিবার, ০৩ জুলাই ২০২২, ১১:৫১ অপরাহ্ন
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্ট দেওয়া হয়নি। তার ফুসফুসে ইনফেকশনের কারণে শ্বাসকষ্ট হচ্ছিল। এ কারণে চিকিৎসকরা তাকে অক্সিজেন সাপোর্ট দিয়েছেন।’ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, সোমবার (১ জুলাই) এরশাদকে দেখে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, ‘এরশাদের অবস্থা ক্রিটিক্যাল বলা যায়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’
তবে এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে জানিয়ে জিএম কাদের বলেন, পরিবারের স্বজন এবং চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। আধো ঘুম-আধো জাগরণে রয়েছেন, চোখও মেলছেন। তবে কথা বলতে পারছেন না।
চিকিৎসকরা এখনও এরশাদের বেশ কিছু পরীক্ষা- নিরীক্ষা দিয়েছেন জানিয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তার শারীরিক অবস্থা গতকালের মতোই রয়েছে। সিএমএইচ চিকিৎসকরা এটাকে ইতিবাচক মনে করছেন।
এরশাদের শারীরিক অবস্থা বিষয়ে পার্টির সংবাদ সম্মেলন অথবা আইএসপিআর এর তথ্য ছাড়া অন্য কোনও তথ্যে বিভ্রান্ত না হতে আহবান জানিয়েছেন জিএম কাদের।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা প্রমুখ।
Leave a Reply