রবিবার, ০৩ জুলাই ২০২২, ১১:৩১ অপরাহ্ন
চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে প্রধান ঈদ জামাতের ফটকগুলোতে তিনটি মুভিং ক্যামেরাসহ ২২টি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
ঈদ জামাতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, সিসিটিভি ক্যামেরাগুলো মনিটরিং করবে সিএমপির কন্ট্রোল রুম থেকে।
তিনি জানান, বৈরী আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে চট্টগ্রামের প্রধান ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। ভারী বৃষ্টি হলেও যাতে ঈদের নামাজ আদায়ে অসুবিধা না হয় সেজন্য ত্রিপলের শামিয়ানা দেওয়া হয়েছে। মাঠ পাকা থাকায় স্বস্তিদায়ক পরিবেশে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এবারের ঈদ সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রত্যাশার কথা জানান মেয়র।
ঈদের জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের সুবিধার্থে ১২০টি বৈদ্যুতিক পাখা লাগানো হচ্ছে প্যান্ডেলের ভেতরে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় মসজিদ জমিয়তুল ফালাহ মাঠে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ’র পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হক। ঈদ জামাতে মন্ত্রী, মেয়র, জাতীয় সংসদ সদস্য ও নগরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এবার চসিকের ব্যবস্থাপনায় নগরের ৪১ ওয়ার্ডে ১৬৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
মেয়রের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ইসমাইল বালি, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী যিশু, প্রকৌশলী সুদীপ বসাক, মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ প্রমুখ।
Leave a Reply