রবিবার, ০৩ জুলাই ২০২২, ১১:৫৯ অপরাহ্ন
তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (তৃণমূল এনডিএম) চেয়ারম্যান খোকন চৌধুরী বলেছেন, দেশের বড় দুই দল মানুষের আশা আঙ্খান্কা পূরণে ব্যর্থ হয়েছে। তাই এই দুই দলের প্রতি মানুষের আস্থা নেই। তৃণমূল সাধারণ মানুষের আস্থার জায়গা হবে তৃণমূল এনডিএম । আমরা লড়ছি গণমানুষের অধিকার আদায়সহ সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে। তৃণমূল এনডিএম তার জন্ম লগ্ন থেকে গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করছে। শনিবার বিকালে নগরীর চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে সংগঠনটির চট্ট্রগ্রাম জেলা শাখার দ্বি-বাষির্কী কর্মী সম্মেলন, ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে নজরুল ইসলাম হায়দারকে সভাপতি আবু জাফরবাবুকে সাধারণ সম্পাদক ৭১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়।
সংগঠনটির চট্টগ্রাম জলা শাখার আহবায়ক মো: নজরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য এডভোকেট কাইছারুল ইসলাম, মোহাম্মদ রাজ্জাকুল হায়দার , এডভোকেট আবদুল্লাহ বাগমার, ভাইস চেয়ারম্যান মো: কাজী শহিদুল্লাহ, মো: আবদুর রব, চেয়ারম্যানের উপদেষ্টা মো. আলী মাস্টার, সি. যুগ্ম মহাসচিব এম এস চৌধুরী শুভ, যুগ্ন মহাসচিব সিরাজুন নুর বেগম, মো:আনোয়ার হোসেন.মো: আবু জাফর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন আনাম, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মো. আলী শাহ, যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও শেরপুর আহবায়ক মো: শহিদুল ইসলাম ।
Leave a Reply