বুধবার, ০৬ জুলাই ২০২২, ০২:০৯ অপরাহ্ন
নগরীর চান্দঁগাও থানা এলাকার ফরিদার পাড়ায় মা সালমা খাতুনের করা চাদাঁবাজি ও হত্যা চেষ্টা মামলায় ছেলে ইলিয়াসকে গ্রেফতার করেছে চান্দঁগাও থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে চান্দঁগাও থানা পুলিশের এস আই জাকির এর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করেছে । মামলা নং-৩৭,মামলা দায়ের তারিখ ২৪/০৩/২০-১৯, ধারা- ৩২৩/৩০৭/৩৮৫/৩৭৯/৫০৬।
চান্দঁগাও থানা পুলিশের এস আই জাকির ,ইলিয়াস গ্রেফতারের কথা স্বীকার করে বলেন,তার মায়ের চাদাঁবাজি ও হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য এর আগে তার বিরুদ্ধে মা ৩টি ও ভাই ১টি মামলা করেছেন। এর আগেও মায়ের মামলায় দুইবার জেল খেটেছেন।
Leave a Reply